জল কষ্টে ভুগছে মুরারইয়ের কনকপুর গ্রাম

 

    মোঃ রিপন , বীরভূম

    বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের ঝাড়খন্ড লাগোয়া একটি গ্রাম হল কনকপুর | গ্রীষ্মকালে এই গ্রামের মানুষকে বেশ জল কষ্টে পড়তে হয় কিন্তু গ্রীষ্মকালের শুরুতেই জলের জন্য প্রায় হাহাকার শুরু হয়েছে | গ্রামে থাকা ৩৫ টির বেশি tube-well অকেজো হয়ে পড়ে আছে | গ্রামের বর্তমানে জলের যোগান বলতে পুকুর | গ্রামবাসীদের অভিযোগ 2011 সালে সজল ধারা প্রকল্পে কাজ শুরু হলেও পরে অবশ্য বন্ধ হয়ে যায় পরে প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসী | মুরারই 1 নম্বর ব্লকের বিডিও নিশ্চিত ভাস্কর পাল বলেন আমরা অভিযোগটা পেয়েছি এই গ্রামে টিউবওয়েল গুলি খারাপ হওয়ার কারণ জলের স্তর বেশ নিচে রয়েছে | এদিকে গ্রামবাসী ঊর্বশী পালের দাবি পুকুরের জল খেয়ে আমরা বেঁচে আছি এই জল খেয়ে নানা অসুখ বর্তমানে আমাদের ছায়াসঙ্গী প্রশাসনের কাছে আবেদন যাতে খুব তাড়াতাড়ি আমাদের এই সমস্যার সমাধান করা হয় |