ফলতার ভাতহেঁড়িয়ায় উদ্বোধন হল আধুনিক মৎস্য বাজারের

জাকির হোসেন সেখ,ফলতা, দক্ষিণ চব্বিশ পরগনা: পশ্চিমবঙ্গ সরকারের মৎস দপ্তরের অর্থানুকুল্যে নির্মিত ফলতা বেনফিস মৎস্য দপ্তরের আধুনিক মৎস্য বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ ফলতার ভাতহেঁড়িয়ায়। জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং নির্বাচিত প্রতিনিধিদের উজ্জ্বল উপস্থিতিতে আজ বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠান।
ফিতে কেটে প্রবেশ পথের দ্বারোদ্ঘাটন করে মৎস্য বাজারের শুভ উদ্বোধন করেন ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গীর খান। এরপর গমগমে সভায় তিনি বলেন,


    মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, ডায়মন্ড হারবারের সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জির উদ্যোগ প্রচেষ্টাতেই আজ ফলতা পঞ্চায়েত সমিতি সাধারণ মানুষের জন্য এমন একটা মৎস্য বাজার উপহার দিতে পারলো। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়াও এটা সম্ভব হতো না। মা মাটি মানুষের সরকারের যে স্লোগানঃ “সকলের জন্য মাছ” এটা যে বাস্তবে রুপ পেল তার জন্য আমি প্রশাসনের সমস্ত কর্মকর্তা/আধিকারিক সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে এবং এলাকার সমস্ত মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
    অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতি ছিল দক্ষিণ ২৪ পরগণা জেলার অতিরিক্ত জেলা শাসকের। উপস্থিত ছিলেন ফলতা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের বিডিও পারমিতা শীল, ফলতা পঞ্চায়েত সমিতির ভূমির কর্মাধ্যক্ষ আবদুল কায়ুম মোল্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সাধারণ মানুষের সাথে সাথে এলাকার মাঝারি ও ক্ষুদ্র মৎস ব্যবসায়ীরাও খুশি। সবার মনে যেন একটাই কথা, মাছে ভাতে বাঙালীর প্রতিদিনের খাদ্য তালিকায় সুলভ মূল্যের মাছের জোগানে বিশেষ নজর দিচ্ছে ফলতা পঞ্চায়েত সমিতি।

    ছবিঃ
    #_শৌভিক_মৈত্র_পুকাই