” ৯-এ, নদীয়ায় মুখ্যমন্ত্রী ,সফরের আগেই জেলার তিনটি কেন্দ্রে নব নির্মিত অগ্নিনির্বাপণ ও জরুরি ব্যবস্থার উদ্বোধন”

শরীফুল ইসলাম, নতুন গতি

    রাজ্য জুড়ে উন্নয়নের মানচিত্রে নদীয়ার অবস্থান একটু আলাদা মাত্রা পেয়েছে। শান্তিপুর – কালনা ব্রীজ সহ বেশ কয়েকটি হেভি ওয়েট প্রকল্প ঘোষণা তারই ইঙ্গিত।আজ, সোমবার, জেলার দুই প্রান্তের তিনটি কেন্দ্র যথাক্রমে চাকদাহ, বেথুয়াডহরি ও বেতাই বিধান সভার অভ্যন্তরে নব নির্মিত অগ্নিনির্বাপণ কেন্দ্র’র উদ্বোধন করলেন রাজ্যের ভারপ্রাপ্ত নব নিযুক্ত দমকল মন্ত্রী সুজিত বসু।

    এদিনের প্রথম নবনির্মিত অগ্নিনির্বাপণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান টি সম্পন্ন হয় চাকদহের তাতলা ফায়ার স্টেশন ময়দানে । উপস্থিত ছিলেন রাজ্য কারাদপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলাপরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, এবং নব নিযুক্ত মন্ত্রী সভার সদস্যা রত্না ঘোষ এবং অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা দপ্তরের ডিরেক্টর জগমোহন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ তাপস মন্ডল।এর পরই বেথুযাডহরি ফায়ার বিগ্রেড স্টেশনের শুভ উদ্বোধন হয়।m

    অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা দফতরের ব্যবস্থাপনায়
    সীমান্তবর্তি বেতাই অঞ্চলেরও নবনির্মিত দমকল কেন্দ্র’র অনুষ্ঠানটিতে উপিস্থিত ছিলেন ওই কেন্দ্রের বিধায়ক ও শাসক দলের জেলা সভাপতি গৌরী শংকর দত্ত জেলাপরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু , বিধায়ক তাপস সাহা, কল্লোল খাঁ প্রমুখ।
    এখানকার অনুষ্ঠানে এক ঝাঁক নবীন শিল্পী সমন্বয়ে পরিবেশিত উদ্বোধনী সংগীত সকলের ভরিয়ে দেয়।