মেধাঅন্বেষণ পরীক্ষা মেমারিতে

নূর আহামেদ, মেমারি : ১১ জুন,মেমারি রামকৃষ্ণ সেবা মন্দির ও পূর্ব বর্ধমান রামকৃষ্ণ-বিবেকানন্দ যুব ভাবপ্রচার পরিষদের উদ্যোগে রবিবার সকালে মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ে একটি মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দর জীবনী ও ভাবধারা সম্বলিত এই মেধা অন্বেষণঁ পরীক্ষায় ৪৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। কাটোয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের পরিচালনায় জেলার ২৬টি কেন্দ্রে এই পরীক্ষা এক যোগে সম্পন্ন হচ্ছে বলে জানা যায়। মেমারি রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক প্রদীপ কুমার সু জানান সারা ভারতে স্বামী বিবেকানন্দর জীবনপথ, আর্দশ, ভাবধার প্রচার ও জ্ঞানের লক্ষ্যে এই মেধা পরীক্ষার আয়োজন করা হয়েছে। জেলার মধ্যে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থানাধীকারীদের পুরস্কৃত করা হবে। মেধা অন্বেষণ পরীক্ষায় উপস্থিত ছিলেন মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দ্রা চ্যাটার্জী, বিশ্বনাহ মোহন্ত, সরিত বরণ হাটী সহ অন্যান্যরা।