থানার মধ্যেই হামলা বিজেপির ব্লক সভাপতির উপড়ে

 

    মালদা: সাধারন মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। থানার মধ্যে হামলার ঘটনা নিয়ে। অভিযোগ তুলেছেন বিজেপির ব্লক সভাপতি রুপেশ আগরওয়ালা। অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকে শনিবার সন্ধ্যায় কালী পুজো ও ২৪ প্রহর সংকীর্তন অনুমোদন ও নিরাপত্তা ব্যাবস্হা নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় আলোচনা করতে যান।
    বিজেপির হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সভাপতি রুপেশ আগরওয়ালা সহ বিজেপির কয়েকজন কর্মী। অভিযোগ একদল তৃণমূল কর্মী থানার মধ্যে হামলা চালায় তাদের উপরে। আহত হন রুপেশ আগরওয়ালা। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। রুপেশ আগরওয়ালা জানান পরিকল্পনা করে হামলা চালিয়েছে তৃণমূলের কর্মীরা।
    পাল্টা অভিযোগ করে তৃণমূলের পঞ্চায়েতের সদস্য দ্রোনাচার্য ব্যানার্জী বলেন, সেদিন সন্ধ্যে বেলায় কয়েকজন দুস্কৃতির দ্বারা আক্রান্ত হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য দ্রোণাচার্য ব্যানার্জী।
    দ্রোনাচার্যের অভিযোগ যারা হামলা চালায় তারা বিজেপির কর্মী। তবে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।বিজেপির হরিশ্চন্দ্রপুর ২ব্লকের সভাপতি কিষাণ কেডিয়ার বক্তব্য, “নিজেরা বাঁচতে কেস সাজাচ্ছে তৃণমূল। দ্রোণাচার্য ব্যানার্জী আর ওদের নিজেদের লোকের মধ্যে ব্যক্তিগত ঝামেলা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবে ওরা সকলেই তৃণমূল। ”

    তবে তৃণমূল কিন্তু বিজেপির এই যুক্তি মানতে নারাজ।
    এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে থানার মধ্যে এমন হামলার ঘটনা ঘিরে সাধারণ মানুষ খুব ভালো চোখে দেখছেন নাই।