|
---|
মহ: নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের উদ্যোগে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক প্রশাসনের পক্ষ থেকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ উদ্যোগ কে সামনে রেখেই ১৫আগস্ট দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসে পালিত হল রাখি বন্ধন উৎসব।এদিন বিশেষ করে ভবানীপুর ব্রিজ চত্বরে ৮১ নম্বর জাতীয় সড়কের উপরে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের নয়া উদ্যোগের দৃশ্য দেখা গেল।
হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থাপনায় রাখি বন্ধনের মাধ্যমে প্রশাসনের তরফে রাখি বেঁধে চালকদের সচেতন করা হয়। ড্রাইভ করার সময় তারা যেন সচেতনতার সাথে ড্রাইভ করে তার বার্তা দেওয়া হয়।
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু, জয়েন্ট বিডিও মধুরিমা চক্রবর্তী, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তজমূল হোসেন, ব্লক সভাপতি কোয়েল দাস, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রেজিয়া সুলতানা, খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন আহমেদ, মৎস্য কর্মাধ্যক্ষ নুরুল, ত্রাণ কর্মাধ্যক্ষ ওয়েস আলি, সংখ্যালঘু উন্নয়ন দফতরের বিশিষ্ট আধিকারিক রেজাউল ইসলাম রাজি ও বিওয়াইও সুতেন ভুটিয়া সহ সমস্ত ব্লক আধিকারিক ও এলাকার স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
এছাড়াও উপস্থিত ছিলেন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়নব নেশা, টিএমসি নেত্রী তথা দীপ্তি কর্মকার ও টিএমসি নেতা তথা আনোয়ার কবির সহ এলাকার স্থানীয় লোকেরা।
এদিনের অনুষ্ঠানে বিডিও অনির্বাণ বসু ও জয়েন্ট বিডিও মধুরিমা চক্রবর্তী সহ বিভিন্ন ব্যক্তিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রাখি পরিয়ে ও লাড্ডু খাইয়ে দেওয়ার পাশাপাশি চালকদের রাখি পরিয়ে ও লাড্ডু খাইয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা দেওয়া হয় ।