পথ নিরাপত্তার প্রচারে স্টিকার লাগিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ পালন করলেন বিডিও

মহঃ নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায় দুর্ঘটনা রোধে লাগাতার প্রচার অভিযান চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।বৃহস্পতিবার ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাখিবন্ধনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক প্রশাসন এলাকার স্থানীয় নেতা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও লোকেদের নিয়ে প্রচার চালাল ৮১ নং জাতীয় সড়কের উপরে ভবানীপুর ব্রিজ মোড়ে। সচেতনতা প্রচারে গাড়িতে লাগানো হল স্টিকার।

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশচন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু ও জয়েন্ট বিডিও মধুরিমা চক্রবর্তী সহ ব্লক সভাপতি কোয়েল দাস, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রেজিয়া সুলতানা, খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন আহমেদ, মৎস্য কর্মাধ্যক্ষ নুরুল, ত্রাণ কর্মাধ্যক্ষ ওয়েস আলি, সংখ্যালঘু উন্নয়ন দফতরের বিশিষ্ট আধিকারিক রেজাউল ইসলাম রাজি ও বিওয়াইও সুতেন ভুটিয়া সহ সমস্ত ব্লক আধিকারিক ও কর্মীরা।
    বিডিও অনির্বাণ বসু বলেন, ‘গাড়ির চালকের সামনে ও গাড়ির সামনে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর স্টিকার লাগাতে হবে।’ কেন এই নিদান দেওয়া হলো ? তার মতে, ‘অনেক জিনিস দেখবেন বারবার দেখতে দেখতে আপনার মনে ছাপ ফেলে। তাই কোনও চালক গাড়ি চালানোর সময়ে যদি প্রতিদিন এই স্টিকার দেখেন, তাহলে দেখবেন তিনি একদিনে না হলেও ৭ থেকে ১০ দিনে কিছুটা হলেও অভ্যস্ত হবেন। আমরা সেটাই করতে চাই।’
    রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু স্টিকার তৈরি করা হয়েছে। বাইকের ক্ষেত্রে এক ধরনের, বড় ও ছোট গাড়ির ক্ষেত্রে আর এক ধরনের। দু’টি ক্ষেত্রেই লেখা রয়েছে, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’।

    হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বিডিও অনির্বাণ বসু ও জয়েন্ট বিডিও মধুরিমা চক্রবর্তী সহ স্থানীয় নেতা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও স্থানীয় এলাকার বাসিন্দাদের নিয়ে বিভিন্ন গাড়িতে লাগানো হয় এই স্টিকার।
    উদ্দেশ্য একটাই, যে কোনও মূল্যে দুর্ঘটনা কমানো।
    স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই রাখিবন্ধনের দিনে চালকদের রাখি পরিয়ে ও লাড্ডু খাইয়ে শান্তি ও সম্প্রীতি বার্তা ছড়িয়ে দিলেন।

    এই প্রচার সম্পর্কে জয়েন্ট বিডিও মধুরিমা চক্রবর্তী বলেন, ‘এখনও পর্যন্ত আমরা ৮ থেকে ১০টা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গিয়ে বুঝেছি, চালক ও পথচারীর উভয়ের গাফিলতির জেরে দুর্ঘটনা ঘটছে। তাই গাড়ির চালককে সচেতন করার লক্ষ্যেই আমরা এই প্রচার অভিযান চালাচ্ছি।’