জল ধরো, জল ভরো ও সাফাই অভিযানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালিত বীরভূমের রাজনগরে

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আজ ৭৩ তম স্বাধীনতা দিবস পালিত হয় ভিন্ন আঙ্গিকে রাজনগর ব্লকের তাঁতি পাড়া পঞ্চায়েতের নারায়নপুর গ্রামে। রাজনগর গ্রাম সহায় কেন্দ্র নামক স্বেচ্ছাসেবী সংস্থা ও নারায়নপুর ভিলেজ ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতায় গ্রাম ও স্কুল চত্বরে চলে সাফাই অভিযান, নালা সংস্কার, প্লাস্টিক বাছাই এবং সর্বোপরি জল ধরো জল ভরো কর্মসূচি কে সামনে রেখে কচিকাঁচাদের নিয়ে জল ধরো জল ভরো,জল বাঁচান জীবন বাঁচান,সেভ ওয়াটার সেভ লাইফ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে আলোচনা সভা ও পদযাত্রা করা হয়। সংস্থার পক্ষ থেকে স্বপন বাগ্দী এক সাক্ষাৎকারে জানান বর্তমানে যে জলসংকট দেখা যাচ্ছে এবং বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে জল সংরক্ষণের কাজ,গাছ লাগানোর কাজ যেমন চলছে তেমনি আরো কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য আজকের পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা ও আজকের কর্মসূচি তে ঝুমা মন্ডল, দিদিমনি হেমরম, রাজু হেমরম, গঙ্গা মন্ডল থেকে প্রবীণ ব্যক্তি ধীরেন্দ্রনাথ মন্ডলদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।