শীত বস্ত্র দান বিড়াশিমুলে

আর,এ,মণ্ডল(ইন্দাস) : বাঁকুড়ার ইন্দাস ব্লকের বিড়াশিমুল গ্রামের “বিড়াশিমুল শক্তি হিন্দু মিলন মন্দির” চত্বরে ২১ জানুয়ারী রাত ৭টার সময় ৩ টি গ্রামের দরিদ্র মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি বাঁকুড়া ভারত সেবাশ্রম সঙ্ঘের কর্ণধার রুদ্রনাথানন্দী মহারাজ (প্রশান্ত মহারাজ) এর    উপস্থিতিতে সন্ধ্যাকলীন ধর্মানুষ্ঠান পালন করা হয়।তিনি দরিদ্র মানুষের হাতে শীত বস্ত্র প্রদানের সূচনা করেন।অতঃপর বিশিষ্টজনেরা প্রত্যেককে শীত বস্ত্র বিতরণ করেন। প্রধান অতিথি প্রশান্ত মহারাজ       সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে ধর্মের মুল বিষয় সহ মানুষের মধ্যে শান্তি কল্যাণ ও সৌহার্দের বার্তা দেন।মন্দির কমিটির সম্পাদক তরুণ দত্ত ও প্রাক্তন সভাপতি ত্রিলোচন নাগ জানান যে,”ভারত সেবাশ্রম সঙ্ঘ” কর্তৃক অনুমোদিত এবং ৭১ বছর পূর্ণ হতে চলেছে এই মন্দির।       আজকের এই বস্ত্র দান, ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে ও সঙ্ঘেরই সহ সভাপতি আচার্য  শ্রীমৎ স্বামী অরুনানন্দজী মহারাজের নির্দেশক্রমে অনুষ্ঠিত হলো।  আপাততঃ ৪৫ জন দুঃস্থ দরিদ্র নারী-পুরুষকে শীত বস্ত্র দান করা হচ্ছে।কিছু দিনের মধ্যে আরো দরিদ্র ব্যাক্তিদের বস্ত্র প্রদান করা হবে।অনুষ্ঠানটি,মন্দির কমিটির সাথে গ্রামের তরুণ প্রজন্ম
পরিচালনায় সহায়তা করেন।