|
---|
নন্দীগ্রাম পল্লী উৎসব 2020
সেক আতিউল্লা , নন্দীগ্রাম , পূর্ব মেদিনীপুর
আজ ২৩ জনুয়ারি বিকেল ৩ টায় রালি শোভা যাত্রা কর্মসূচির মাধ্যমে মেলার শুভ সূচনা হয়, যেটা শিশির অধিকারী প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে সু সম্পন্ন করে , সঙ্গে ছিল আমাদের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।
এই পল্লী উৎসব আজ ২৩ তারিখ শুরু হল আর চলবে ৩ রা মার্চ পর্যন্ত ।
এই মেলার কর্মদক্ষ অর্থাৎ যার অনুপ্রেরণায় ,যার প্রচেষ্টায় সাফল্য অর্জন করেছে তিনি হলেন সেক সুফিয়ান।
মেলায় থাকছে টয় ট্রেন, নাগর দোলা, মরন কুয়া, ছোটো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য থাকছে বিভিন্ন ছোটো ছোটো খেলার জিনিস । থাকছে ঢালাই টেনিস , ফুটবল, মহিলা কাবাডি , ইত্যাদি ,
মেলার বিশেষ আকর্ষণ হলো ১০০ জোড়া পাত্র পাত্রী দের নিয়ে গণ বিবাহ ।
থাকছে প্রতিদিন রাতে একই সময়ে বিভিন্ন মঞ্চে বাউল, যাত্রা , নৃত্যানুষ্ঠান, ঝংকার, বিচিত্রানুষ্ঠান ,