|
---|
সাইফুদ্দিন মল্লিক, নতুন গতি : আজ বুধবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে CAA ও NRC বিরোধী আন্দোলন অনুষ্ঠিত হয়। ছোট ছোট বিভন্ন সংগঠন এবং সাধারণ মানুষের প্রচেষ্ঠাতে বিশাল প্রতিবাদ পথ সভা বা মিছিলে হাজার পঞ্চাশের অধিক মানুষ অংশগ্রহণ করেন।
রায়গঞ্জ শহর পরিক্রমা করে, জেলা শাসকের কাছে স্বারকলিপি প্রদানের মাধ্যমে শান্তিপূর্ন ভাবে প্রতিবাদ মিছিল শেষ হয়। বাড়ির ফেরার পথে গোয়ালপাড়া মোড়ে(জেল খানার পার্শ্ববর্তী এলাকা) বিজেপির কর্মীরা অতর্কিত ভাবে আক্রমন চালায় মিছিলে অংশগ্রহণ কারী মানুষের উপর। বোমা নিক্ষেপ করা হয়, গুলি চালানো হয় এবং ব্লেড ও ছুরি দ্বারাও আক্রমন চলে। বিজেপির হামলাতে এক ব্যক্তি নিহত হয়, প্রায় শতাধিক মানুষ আহত। আহতদের রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নাম প্রকাশের অনিচ্ছুক এক হিন্দু ভাই বলেন আমাদের শান্তি পূর্ণ আন্দোলনে হামলা করে হিন্দু মুসলিম বিভেদ করতে চাই ওরা। তিনি আরো বলেন গোয়ালপাড়া মোড়ে যারা হামলা করেছেন তারা বাংলাদেশ থেকে পালিয়ে আশা হিন্দু। শান্তি পূর্ণ প্রতিবাদ সভাতে বিজেপি নিজেদের কর্মী ঢুকিয়ে অশান্ত করে তুলছে তার প্রমান পাওয়া গেছে আগেও। মুর্শিদাবাদের কৃষ্ণপুর রেল স্টেশনে ট্রেনে আগুন দেওয়ার অপরাধে কমলেশ সিং নামে এক আরএসএস কর্মীকে কলকাতা থেকে গ্রেফতার করেছে পুলিশ। কমলেশ সিং এর ট্রেনে আগুন লাগানোর ভিডিও ভাইরাল হয়েছেও সোশ্যাল মিডিয়াতে।
রায়গঞ্জ এখন শান্তিপূর্ন। প্রসাশন কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করেছে। বিভন্ন এলাকাতে রাফ বা সেনা মোতায়েন আছে। ইন্টারনেট পরিসেবা বন্ধ।