এনআরসি, ক্যাব প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ ভাবে ১০ হাজার মানুষের প্রতিবাদ সভা নবগ্রামে

 আসিফ রনি,নতুন গতি,বহরমপুর : যেই মুহূর্তে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে উত্তপ্ত মুর্শিদাবাদ, সেই মুহূর্তে হিন্দু-মুসলিমের উপস্থিতিতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এনআরসি, ক্যাব প্রত্যাহারের দাবিতে সোচ্চার হলেন প্রায় 10 হাজার মানুষ নবগ্রাম থানার নারকেলবাগান মোড়ে।

    রবিবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নারকেলবাগান মোড়ে জনসাধারণের উদ্যোগে এলাকার প্রায় 10 হাজার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। এনআরসি বিরোধী প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে এনআরসি ও ক্যাবের বিরোধিতায় গর্জে ওঠেন তাঁরা। সাথে সাথে উঠতে থাকে আজাদী স্লোগান ।

    বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে সরকারকে এনআরসি ও ক্যাব বিল প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তাঁরা এও জানিয়েছেন, ক্যাব বিলে শুধু সংখ্যালঘুরাই নয়, সেইসঙ্গে প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষও আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই বিল প্রত্যাহার করা না হলে আগামীতে এই ধরনের মিছিল আরও হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। বিজেপির এই কর্মকাণ্ডের বিরুদ্ধে জাত পাতের ভুলে সকলকে রুখে দাঁড়াতে হবে। তাই সরকারের এনআরসি বা ক্যাব বিল প্রত্যাহারের দাবিতে হিন্দু সহ সব ধর্মের মানুষকেও সোচ্চার হওয়ার আবেদন জানানো হয়।