ফেইসবুকে মুখ্যমন্ত্রীর নামে অবমাননাকর পোস্ট, মালদায় গ্রেফতার মিম নেতা

নতুন গতি, চাঁচল:সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর নামে অবমাননাকর পোস্ট করায় এক মিম সমর্থিত সদস্যকে গ্রেফতার করল চাঁচল পুলিশ। বুধবার ভোররাতে ওই বছর পঁয়ত্রিশের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে খবর।

    পুলিশ জানায়, অভিযুক্তের নাম মতিউর রহমান মালদহের চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া জিপির খানপুর এলাকার বাসিন্দা়। পেশায় ওই যুবক একজন স্কুল শিক্ষক, বর্তমানে সে লুলিয়া বাড়ি হাই মাদ্রাসায় কর্মরত। পাশাপাশি তিনি(AIMIM) অল ইন্ডিয়া মাজলিস ইফতেহাদুল মুসলেমিন পার্টি একজন সদস্য।

    পুলিশ সূত্রে খবর়, অভিযুক্ত মতিউর গতকাল তার ফেসবুক একাউন্টে মুখ্যমন্ত্রীর ও তার প্রশাসনের নামে বেশ কিছু কুরুচিকর গালাগাল দিয়ে মন্তব্য করে পোস্ট করে ফেসবুকে। তারপর সেই পোস্ট সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয় এলাকায়। চাঁচল থানার পুলিশ আধিকারিকরা ফেসবুকে সেই পোস্ট দেখতে পেয়ে সেই ব্যক্তিকে গতকাল রাত্রে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে বলে খবর।

    অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে থানায় একটি লিখিত ডায়েরি করা হয়। ওই ব্যক্তি প্রায় তৃণমূল কর্মী ও সমর্থকদের নামে অশ্লীল মন্তব্য করত সোশ্যাল মিডিয়ায় । ব্যাপারে চাঁচল ২ নং ব্লকের তৃণমূল নেতা ইমদাদুল হক জানান, অভিযুক্ত ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর নামের এই কুরুচিকর মন্তব্য করেছেন। ওর আমরা কঠোরতম শাস্তির দাবী জানাই।

    অভিযুক্তর মতিউর রহমানের বিরুদ্ধে ৫০৫,৫০৯,৬৭ সাইবার ক্রাইম ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে চাঁচোল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

    AIMIM পার্টির সদস্য আমির হোসেন জানান, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মুখ্যমন্ত্রী প্রশাসনের নামে এরকম অবমাননাকর মন্তব্য করার শোভনীয় নয়। ভুলবশত ওই ব্যক্তি এই সাইটের ওইরকম মন্তব্য করে ফেলেছেন।

    এদিন চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে সাইবার ক্রাইম ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়েছে।