সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: আজ ৭৩ তম স্বাধীনতা দিবস পালনে বীরভূমের লোকপুর থানা এলাকার সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, পঞ্চায়েত, থানা সহ বিভিন্ন দপ্তরে সকাল থেকে সাজো সাজো রব তথা উৎসবের আমেজ নিয়ে মেতে উঠৈ বিশেষ করে কচিকাঁচাদের সাজ পোশাক এবং হাতে তেরঙ্গা পতাকার সম্ভারে। লোকপুর থানা ও ধাসুনিয়া পুলিশ ক্যাম্পে জাতীয় পতাকা উত্তোলন করেন লোকপুর থানার ওসি অরূপ কুমার দত্ত। থানা চত্বরে পুলিশ ও অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় স্যালুট করা হয়। ঢিল ছোড়া দূরত্বে ঝাড়খন্ড ঘেঁষা লোকপুর থানার অধীনে ধাসুনিয়া পুলিশ ক্যাম্পে গিয়ে ওসি পতাকা উত্তোলন করেন পরে স্থানীয় কচিকাঁচাদের নিয়ে গল্প ও নিজ হাতে মিষ্টি বিতরণ করেন। লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন করেন স্থানীয় অবসর প্রাপ্ত শিক্ষক তথা আইনজীবী সুনীল কুমার সাহা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি দেবদাস নন্দী সহ পিয়ার মোল্লা, সেখ শিশুল, গদাই দাস প্রমুখ দলীয় কর্মী গন। তৃণমূল কংগ্রেস পরিচালিত বাস শ্রমিক ইউনিয়ন অফিস, লোকপুর অগ্রনী সমিতি ও বিবেকানন্দ মূর্তির সামনে পতাকা উত্তোলন করেন সুকুমার নন্দী ও উৎপল চৌধুরী। সরকারি বেসরকারি স্কুল, ক্লাব, পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় মহা সমারোহে দিনটি পালন করা হয় এবং মিষ্টি বিতরণ ও করা হয়।