|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: শুক্রবার থেকে শুরু হতে চলেছে ব্যাপক ঝড় বৃষ্টি। পাশাপাশি সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর ও কৃষি দপ্তরের পরামর্শ মত চাষিরা সতর্ক হয়ে জোরকদমে বোড় ধান তোলার কাজ করছে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে। সৌমেন রায় জানান আমি মোবাইলের মাধ্যমে জানতে পারি শুক্রবার থেকে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। সেই কথা মাথায় রেখে বোরো ধান কাটার পর ধান বাঁধার কাজ করছি জোরকদমে। আমি ১০ বিঘা জমিতে ধান চাষ করেছি। আবহাওয়া দপ্তরের কথামতো চাষিরা দিনরাত পরিশ্রম করে বোরো ধান বাঁধার কাজ করছে।