|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের বিভিন্ন স্থানে শুক্রবার বিকেল থেকে ফনীর প্রভাবে শুরু হলো ঝড় বৃষ্টি। জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর, বোলপুর, সিউরি, রামপুরহাট সহ জেলার বিভিন্ন অংশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয়। রাজ্যের অন্যান্য অংশের মতো এ জেলারও সাধারণ মানুষের মনে আতঙ্ক দেখা দিয়েছে। সরকারি নির্দেশ অনুসারে এ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয় গুলোতে ছুটি ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন অন্যান্য দিনের তুলনায় জেলার বিভিন্ন অংশে যান চলাচল কম করতে দেখা গেছে। হাটে বাজারেও সাধারণ মানুষের ভিড় তুলনামূলকভাবে কম হলেও সবজি ও ফলমূল এর দাম একটু চড়া ছিল। জনমানসে আতঙ্ক দেখা দিলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর সব রকমের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর অনুযায়ী ফনীর প্রভাবে অন্যান্য কিছু জেলার সাথে সাথে বীরভূমেও ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠের ধান ঘরে তুলতে চাষীদের অনুরোধ করা হয়েছে।