|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : উলুবেড়িয়ার রবীন্দ্র হলে অনুষ্ঠিত হলো ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি সাহেবের স্বরন সভা। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক,তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটিস্পিকার গত সপ্তাহে প্রয়াত হন। আজ ছিল উনার স্বরন সভা। উপস্থিত ছিলেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, ইয়াসির হায়দার ,হাওড়া গ্রামীন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও বিধায়ক পুলক রায় মহাশয়,বিধায়ক শীতল সর্দার,হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি হাসিবুর রহমান,হাওড়া গ্রামীন জেলা তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
সফি সাহেবের কর্মজীবন নিয়ে তুলে ধরা হয় স্বরন সভাতে। কলকাতার মেয়র ফিরহাদ সাহেব বলেন আমরা একজন সৎ মানুষকে হারিয়েছি। তিনি আর বলেন সফি সাহেব রাজনীতির উর্ধে উঠে সমাজে কাজ করেছেন। বিধায়ক পুলক রায় বলেন সফি সাহেব রাজনীতি মানুষের চেয়ে একজন সমাজ সেবক ছিলেন বেশি।