|
---|
বিশ্বদীপ, বালুরঘাট – মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের শাষন ভার গ্রহন করেই আদিবাসী সমাজের শিল্প, সংস্কৃতি, ভাষা কৃষ্টির উন্নতির জন্য অনেক উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগেই ২০১৩ সাল থেকে আদিবাসী সমাজের অলচিকি ভাষা কে সম্মান জানাতে সাঁওতালি ভাষা দিবস পালিত হয় রাজ্য জুড়ে। আজ ২২ শে ডিসেম্বর সাঁওতালি ভাষা দিবস পালনের উদ্দেশ্যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণাতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি থানায় কমিউনিটি ডেভলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে সাঁওতালি ভাষা দিবস পালিত হচ্ছে। তাই বালুরঘাট থানার উদ্যোগে পতিরাম বর্ষা পাড়ায় সাঁওতালি ভাষা দিবস পালিত হচ্ছে। এই অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ নন্দী, বালুরঘাট থানার আইসি জয়ন্ত কুমার দত্ত সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আদিবাসী সংস্কৃতির প্রসারের লক্ষ্যে আদিবাসী কবিতা পাঠ, আদিবাসী নৃত্য প্রতিযোগিতার আয়োজনের করা হয়। প্রায় ১২ টি সাঁওতালি দল এই নৃত্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অলচিকি ভাষার প্রসারে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আদিবাসী সমাজ।