২২ ডিসেম্বর বর্ধমান পৌর উৎসবের উদ্বোধন করলেন বিখ্যাত চিত্রঅভিনেতা বিধায়াক চিরঞ্জীত চক্রবর্তী

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    ২২ ডিসেম্বর বর্ধমা সুপর্ণা ঘোষ
    বর্ধমান পৌর উৎসবের উদ্বোধন করলেন চিত্রাঅভিনেতা চিরঞ্জীত চক্রবর্তী
    উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ,বিধায়ক রাবিরঞ্জন চট্টোপাধ্যায় , জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় , পুষ্পেন্দু সরকার , অমিত কুমার গুহ,বর্ধমান জেলা পরিষদের সদস্য উত্তম সেনগুপ্ত , উজ্জল প্রামাণিক, প্রসেনজিত দাস, প্রাক্তন উপ পৌরপতি খন্দেকার সাহিদুল্লা, সহ প্রাক্তন কাউন্সিলররা।
    এদিন পৌর কর্মীরা উপস্থিত অতিথিবর্গকে সংবর্ধনা প্রদান করেন। এরপর পৌর উৎসবের প্রতীক ও সর্নিকা প্রকাশ ও প্রদীপ প্রজ্বলন করেন মন্ত্রী স্বপন দেবনাথ, চিত্রাভিনেতা চরঞ্জিত চক্রবর্তী, বিধায়ক রাবিরঞ্জন চট্টোপাধ্যায় সহ প্রমুখ।এই মেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
    এবারের থিম বর্ধমান জানে ,অহিংসার মনে,প্রতি দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গীতি ,কবিতা আলোচনা ,স্থানীয় শিল্পী ও কলকাতার নামি শিল্পীদের অনুষ্ঠান।
    মন্ত্রী স্বপন দেবনাথ উদ্বোধনী ভাষণে বলেন মেলা উৎসবে মধ্যে দিয়ে শারীরিক ও মানসিক বিকাশ হয়,
    বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন সংস্কৃতির মেল বন্ধন ঘটে উৎসবের মধ্যে দিয়ে।
    চিরঞ্জীত চক্রবর্তী গান ও তার বিক্ষত সংলাপ , বৌ হারালে বৌ পাওয়া যায় ,কিন্তু মা হারালে মা পাওয়া যায় না।পরিবেশন করে সকলকে ধন্যবাদ জানান।