শিরাকোল ওয়াইএন হাইস্কুল মাঠে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হল ব্লক কৃষিমেলা

জাকির হোসেন সেখ, নতুন গতি :

    কৃষির উন্নয়নে এবং কৃষকের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট ১নং কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় শিরাকোল যুধিষ্ঠির ননীলাল উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে ২০,২১,২২ ডিসেম্বর অনুষ্ঠিত হল তিনদিনের ব্লক কৃষি মেলা। প্রথম দিন ২০ ডিসেম্বর বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী মাননীয় গিয়াসউদ্দিন মোল্লা।
    তিনদিনের মেলায় ছিল মগরাহাট ১নং কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের কৃষি সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের স্টল। উপস্থিত ছিলেন সমস্ত সরকারি আধিকারিক। মাটি, কৃষি, উদ্যান পালন, মৎস, খাদ্য, কৃষি বিপনন, সমবায় এবং প্রাণীসম্পদ বিষয়ে কোনো। কৃষকদের নিয়ে চলল কৃষক প্রশিক্ষণ শিবির। স্টলে স্টলে চলল কৃষি বিষয়ক তথ্যের আদান-প্রদান। চলল কৃষকদের নিয়ে আসা সেরা ফসলের প্রদর্শনী। ছিল ফসল ও রন্ধন প্রতিযোগিতা, আলোচনা সভা, কুইজ কন্টেস্ট, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষদিনে হল কৃতি অংশগ্রহণকারিদের সম্মান প্রদানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছিল সর্বসাধারণের জন্য খিচুড়ি ভোগের আয়োজন।
    তিনদিনের এই ব্লক কৃষি মেলায় মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকৃষি অধিকর্তা কাজল চক্রবর্তী। ডায়মন্ড হারবার মহকুমার উদ্যানপালন আধিকারিক অভিরুপ দে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সাহাজান মোল্লা, খাদ্য কর্মাধ্যক্ষ হায়দার আলী মল্লিক,
    দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্যা তন্দ্রা পুরকাইত, মুজিবর রহমান মোল্লা, মগরাহাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম, সহকারী সভাপতি মানবেন্দ্র মন্ডল,শিক্ষা কর্মাধ্যক্ষ সেলিম খান, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আইমা মিস্ত্রি, নারী ও শিশু বিষয়ক কর্মাধ্যক্ষা আফিয়া পারভীন, পূর্ত কর্মাধ্যক্ষ আলাউদ্দিন সরদার, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষা বন্দনা কাঞ্জি,খাদ্য কর্মাধ্যক্ষ রহমতুল্লাহ লস্কর।
    মগরাহাট ১নং কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের এ্যাসিট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার (ADA) অশেষ দেয়াসী, সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) অসিম কুমার ঘোড়ুই, প্রাণী সম্পদ বিভাগের প্রাণী চিকিৎসক ডাঃ রামপদ ভট্টাচার্য, ডাঃ আশামুকুল রায়।
    শিরাকোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী নস্কর,
    উপপ্রধান আব্দুল রহিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাকির হোসেন সেখ এবং ডাঃ রবীন প্রধান।