|
---|
সংবাদদাতাঃ উত্তরবঙ্গ কাওমী একতা মঞ্চের উদ্যোগে জালালপুর বাজার প্রঙ্গনে ২৩ শে ডিসেম্বর বাদ জোহর অনুষ্ঠিত হয়ে গেলো এক বর্ণাট্য শীতবস্ত্র অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অাইনজীবি সাফিকুল ইসলাম সাহেব,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইশ মৌজা ঈদগাহের সম্পাদক হাজী নুর হোসেন সাহেব,জেলাপরিষদ সদস্য হাজী কেতাবুদ্দিন সাহেব, ব্যবসায়ী সমিতির সম্পাদক আব্দুর রাউফ সহ সংগঠনের সদস্যরা।এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অানুমানিক ২৫০ জন দুঃস্থ, গরীব মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় ও চারজন মেধাবী দুঃস্থ ছাত্রকে অর্থিক অনুদান দেওয়া হয়। যখন শীতের হিমেল হওয়ায় নাকাল জনজীবন তখন উত্তরবঙ্গ কাওমী একতা মঞ্চের এমন মহতী উদ্যোগ সাধুবাদের দাবি রাখে। সংগঠনে সম্পাদক ডাঃ জিয়াউর রহমান বলেন প্রতিবছরের ন্যায় আমরা দুঃস্থ, গরীব মানুষের পাশে দাঁড়াতে ভীষণ খুশি, আগামি দিনে আমরা আরও বেশি সংখ্যক মানুষকে বস্ত্র দেওয়ার অভিপ্রায় রাখি।অনুষ্ঠানের মূল উদ্যোতা ও সঞ্চালক হাসিম আব্দুল হালিম বলেন আগামী দিনে আমাদের সংগঠন আরও এমন অনেক সামাজিক কর্মসূচী পালন করবেন ইন্ শা আল্লাহ।