হাইওয়ে দুর্ঘটনার পর দ্রুত প্রাথমিক চিকিত্সার জন্য দিদির নতুন অ্যাপ ‘পথবন্ধু’

জাহির হোসেন, নতুন গতি, কলকাতা : হাইওয়েতে কোনো দুর্ঘটনা ঘটার পরে পুলিশ, অ্যাম্বুলেন্স সকলের সঙ্গে যোগাযোগ করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেরি হয়ে যায়। ফলে চিকিত্সার পরিভাষায় যাকে “গোল্ডেন আওয়ার” বলা হয় তার পূর্ণ সুযোগ পাওয়া যায় না।

    তাই এই সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি “পথবন্ধু” অ্যাপ নিয়ে আসছেন মানুষের সুবিধার্তে। যতদূর জানা যাচ্ছে এক অ্যাপের লোগো তৈরি করেছেন দিদি নিজেই।