ডাঃ আর আহমেদের ১২৮ তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত হল কলকাতার ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজে

সংবাদদাতাঃ ভারতীয় দন্ত-চিকিৎসার পথিকৃৎ ডাঃ আর আহমেদের ১২৮ তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত হল কলকাতার ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালে।আই ডি এ রাজ্য শাখা, কলকাতা ও সাব-আরবান শাখা,অ্যালামনি অ্যাসোসিয়েশন ও ছাত্রসংসদ দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই ডি এ রাজ্য সভাপতি ডাঃ জে কে সিং, প্রাক্তন সভাপতি ডাঃ শুভ্র নন্দী, কলেজের অধ্যক্ষ ডাঃ তপন গিরি, ডাঃ টি কে পাল, ডাঃ আর আর পাল, ডাঃ তীর্থঙ্কর দেবনাথ, ডাঃ দেবাশীষ হালদার,আই ডি এর রাজ্য শাখার সম্পাদক ডাঃ রাজু বিশ্বাস এবং আরও অনেকে। উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক, ছাত্রছাত্রী ও কর্মীরা।ডাঃ আহমেদের মূর্তিতে মাল্যদান করে দন্ত-চিকিৎসায় তাঁর অগ্রনী ভূমিকা ও তাঁর জীবনী নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজনরা।এদিন হাসপাতালে শিক্ষামূলক এক আলোচনাসভারও আয়োজন করা হয়।ভারতীয় চিকিৎসা-জগতে আজকের দিনের গুরুত্ব সম্পর্কে ডাঃ রাজু বিশ্বাস জানান,”ডাঃ আর আহমেদের জন্মদিন সারা দেশে জাতীয় দন্ত-চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়।আই ডি এ রাজ্য শাখা ও তার অন্তর্গত উনিশটি আঞ্চলিক শাখার উদ্যোগে আজ সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ফ্রি চেক-আপ ক্যাম্প ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাঃ আহমেদের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন আই ডি এর প্রতিনিধিরা।আগামী ২০২০ সালে ভারতে ডেন্টিস্ট্রির শতবর্ষ উদযাপন করা হবে,যা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।”