দরদীয়া বিদ্যাপীঠ ফ্রি কোচিং সেন্টার উদ্বোধন

সেখ সামসুদ্দিন : ৬ ফেব্রুয়ারি, আজ এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হলো দরদীয়া বিদ্যাপীঠ নামে ফ্রি কোচিং সেন্টার। উদ্বোধন করেন দরদীয়ার আর সদস্য এবং বিশিষ্ট শিক্ষক চন্দ্রশেখর বিট সহ সংস্থার অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ ২০২০ সালের জুন মাসে দরদীয়ার জন্ম হয়। তারপর থেকে সামাজিক বিভিন্ন কাজে তারা নিয়োজিত হয়। কোভিড পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার বহন, অক্সিমিটার পৌঁছানো, জামা কাপড়-খাদ্যদ্রব্য বইপত্র প্রদান ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত ছিল। এবার নতুন উদ্যোগ দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফ্রি কোচিং দেওয়ার। উদ্দেশ্য একটাই অভাবী পরিবারগুলো যাতে অভাবের তাড়নায় ছেলেমেয়েদের বিদ্যালয়বিমুখ না করেন। ১৫ জন শিক্ষক ১৫ জন ছাত্রছাত্রী নিয়ে আজ উদ্বোধন হয়। কাল শুরু হবে পঠন-পাঠন। দরদীয়া বিদ‍্যাপীঠ এর ঠিকানা শ্রীধরপুর কো-অপারেটিভ ব্যাংকের পিছনে শ্মশান কালীর সন্নিকট।