খারাপ ফর্ম অব্যাহত বিরাট কোহলির

আমদাবাদ: খারাপ ফর্ম অব্যাহত বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় প্রথম ওযান ডে ম্যাচেও রান পেলেন না প্রাক্তন ভারত অধিনায়ক। ৪ বলে মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট। আর তাঁর ব্যাটিং নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন সুনীল গাওস্কর। আলজারি জোসেফের বলে আউট হন বিরাট। প্রথম ২ টো ডেলিভারিতে বাউন্ডারি হাঁকান প্রাক্তন অধিনায়ক। কিন্তু চতুর্থ ডেলিভারিতে আউট হয়ে ফেরেন তিনি। ফাইন লেগে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন বিরাট।

     

    সুনীল গাওস্কর জানান, গত মাসে দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজের সময়ও বিরাটকে আউট করার জন্য এই স্ট্র্যাটেজিই নিয়েছিল প্রোটিয়া বোলাররা। লিটন মাস্টার বলেন, ”প্রোটিয়া বোলাররাও বিরাটকে এভাবেই আক্রমণের ছক কষেছিল। কারণ ও এমন একজন ব্যাটার যে সবসম স্ট্রোক খেলতে ভালবাসে। আর হুক শটও মারতে ভালবাসে। কিন্তু সেই সময় সবসক্ষেত্রে কন্ট্রোল থাকে না।” গাওস্কর আরও বলেন, ”বাউন্সে বিরাট মারতে গিয়েছিল, কিন্তু আমার মনে হয় ওর আগে ঠিকভাবে কন্ট্রোল আনা উচিত সেই শটে। অতিরিক্ত বাউন্স হওয়া বলেই শট খেলতে গিয়ে আউট হল ও। পুরোনো ম্যাচগুলো থেকে ভুলগুলো দেখে শুধরে নেওয়া উচিত বিরাটের।”

    আমদাবাদ: খারাপ ফর্ম অব্যাহত বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় প্রথম ওযান ডে ম্যাচেও রান পেলেন না প্রাক্তন ভারত অধিনায়ক। ৪ বলে মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট। আর তাঁর ব্যাটিং নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন সুনীল গাওস্কর। আলজারি জোসেফের বলে আউট হন বিরাট। প্রথম ২ টো ডেলিভারিতে বাউন্ডারি হাঁকান প্রাক্তন অধিনায়ক। কিন্তু চতুর্থ ডেলিভারিতে আউট হয়ে ফেরেন তিনি। ফাইন লেগে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন বিরাট।

    সুনীল গাওস্কর জানান, গত মাসে দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজের সময়ও বিরাটকে আউট করার জন্য এই স্ট্র্যাটেজিই নিয়েছিল প্রোটিয়া বোলাররা। লিটন মাস্টার বলেন, ”প্রোটিয়া বোলাররাও বিরাটকে এভাবেই আক্রমণের ছক কষেছিল। কারণ ও এমন একজন ব্যাটার যে সবসম স্ট্রোক খেলতে ভালবাসে। আর হুক শটও মারতে ভালবাসে। কিন্তু সেই সময় সবসক্ষেত্রে কন্ট্রোল থাকে না।” গাওস্কর আরও বলেন, ”বাউন্সে বিরাট মারতে গিয়েছিল, কিন্তু আমার মনে হয় ওর আগে ঠিকভাবে কন্ট্রোল আনা উচিত সেই শটে। অতিরিক্ত বাউন্স হওয়া বলেই শট খেলতে গিয়ে আউট হল ও। পুরোনো ম্যাচগুলো থেকে ভুলগুলো দেখে শুধরে নেওয়া উচিত বিরাটের।”