মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ পদত্যাগ করেলেন

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ পদত্যাগ করেলেন

    নতুন গতি ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন যে আস্থা ভোট করতে হবে।আর সেই আস্থা ভোটে আস্থা রাখতে পারলেন না ।সেই কারণেই পদত্যাগ করলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী। ইস্তফার সময় সাংবাদিকদের তিনি জানান তার সরকারের পতনের জন্যে বিজেপিকে দয়িকরেছেন। গণতন্ত্রের হত্যা করা হচ্ছে, আর সেটা বিজেপি করছে বলে তিনি জানান। ২২ জন কংগ্রেস বিধায়ক একসঙ্গে পদত্যাগ করায় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা একরকম অসম্ভব ছিল কমলনাথ সরকারের পক্ষে। সেই হারের আঁচ পেয়েই আস্থা ভোট হওয়ার আগেই ইস্তফা দিলেন তিনি, মনে করছে রাজনৈতিক মহল।