|
---|
সংবাদদাতা : আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানবো কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশ মানবনা বললেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। সকলে মাস্ক ব্যাবহার করুন বললেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস। উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে এবং সাউথ ঈস্টন রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহযোগিতায় আজ হাওড়া জেলার উলুবেড়িয়া রেল স্টেশন এ করোনা সচেতনা নিয়ে এক আলোচনা সভা হয়। বিধায়ক ইদ্রিশ আলি বলেন যে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে চলবো কারণ দিদি করোনা নিয়ে ২২ ঘন্টা ভাবছেন। তিনি সত্যিই পশ্চিম বঙ্গের মানুষের পাহারাদার এই কথা পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে গেছে।বিধায়ক এবং প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলি বলেন গতকালের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীজির ভাষণ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। আমরা আশা করেছিলাম তিনি মানুষের কল্যাণে বাহ সাহায্যে কিছু ঘোষণা করবেন,কিন্তু তিনি সেরকম কিছু না করে সাইরেন এবং ঘন্টা বাজানোর মধ্য দিয়ে মানুষের মনে আরো বেশি আতঙ্কের সৃষ্টি করলেন।উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় দাস বলেন অযথা আতঙ্ক ছড়াবেন না এবং গুজবে কান দেবেননা।আমাদের রাজ্য সরকার এবং উলুবেড়িয়া পৌরসভা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আজকের এই মাস্ক বিতরণ অনুষ্ঠানটি খুব ছোটো করে হয়,অযথা ভিড় করতে বাহ গোলমাল করতে দেওয়া হয়নি।উলুবেড়িয়া থানার আই সি কৌশিক কুন্ডু,রেল কর্তৃপক্ষ,প্যাসেঞ্জার এসোসিয়েশনের পক্ষে শ্রীকৃষ্ণ কুমার, রিয়াজউদ্দিন মোল্লা, ডঃ আনোয়ারুল ইসলাম,রেজাবুল হক, অরিন্দম রায়, হাবিবুর রহমান প্রমুখ ব্যাক্তিরা এই অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করতে প্রচন্ড পরিশ্রম করে। উল্লেখ থাকে ৫০০ জনের বেশি মানুষকে মাস্ক এবং গ্লাপ্স বিতরণ করা হয়। খুব সুষ্ঠ ভাবে কোনো গোলমাল চেঁচামেচি না করে লাইন দিয়ে মানুষ জন এগুলো সংগ্রহ করেন।