|
---|
মুর্শিদাবাদ জেলার বড়ঞা তে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো
এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ:শুক্রবার ভোর হতেই গ্রামের মধ্যমাঠে একটি নদীর মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। গ্রামবাসী ও পরিবারের প্রাথমিক অনুমান গ্রামেরই এক গৃহবধূর সাথে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল মৃত ভূলুন সেখ এর এবং সেই কারণেই সান্তনা বিবি (৩০) নামের ওই গৃহবধূ ও তার লোকজন ওই গৃহবধূর নিজের বাড়িতেই গলায় ফাঁস জড়িয়ে ও লোহার রড জাতীয় ভারী অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় খুন করে নদীতে ফেলে দেয় অভিযুক্তরা। সকাল হতেই গ্রামবাসী ও পরিবারের পক্ষ থেকে ঘটনার খবর দেওয়া হয় বড়ঞা থানায় পরে বড়ঞা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাই এবং ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ।
পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ঘটনার সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে মৃতের পরিবার।