কৃষকদের ফলের বাগান ও সবজি চাষ সংক্রান্ত আলোচনা ও প্রশিক্ষণ

সেখ সামসুদ্দিন : ৫ মেঃ পূর্ব বর্ধমানের মেমারি থানার খয়েরপুর গ্রামে শুরু হল মা অর্চনা মেমারি কৃষক ভেজিটেবল প্রডিউসার কোম্পানি লিমিটেডের পথচলা। পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার বিভাগের সহযোগিতায় পূর্ব বর্ধমানের ডেপুটি ডিরেক্টর অফ হর্টিকালচার রাহুল চক্রবর্তী, এসিসট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার অ্যডন লেপচা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম এবং শ্রী সারদা সেবামন্দিরের সেক্রেটারি স্বামী দিব্যাত্মানন্দ মহারাজের উপস্থিতিতে মা অর্চনা মেমারি কৃষক ভেজিটেবল প্রডিউসার কোম্পানি লিমিটেড এর সদস্যদের মেমারি ১ ও ২ নং ব্লক এলাকায় কৃষিকার্যের সহযোগিতা করার জন্য বিনা মূল্যে একটি করে উন্নত মানের ব্যাটারি চালিত স্প্রে মেশিন বিতরণ করা হয়। উপস্থিত সকল কৃষকদের ফলের বাগান ও সবজি চাষ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ দেন রাহুল চক্রবর্তী (ডি. ডি. এইচ, পূর্ব বর্ধমান)। কৃষকদের বিনা মূল্যে উন্নতমানের ফলের গাছ ও উন্নতমানের রোগ প্রতিরোধক ও উচ্চ ফলনশীল সবজি বীজ দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা হয় এদিন। ভবিষ্যতে হর্টিকালচার বিভাগের যাবতীয় সুযোগ সুবিধা ও প্রশিক্ষণ কার্যক্রম কোম্পানির মাধ্যমে সদস্যদের দেওয়ার পূর্ণ আশ্বাস দেন রাহুল চক্রবর্তী।