|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মীদের নিয়ে বিজয় সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ সুনীল কুমার মন্ডল, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ্য ভুতনাত মালিক, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল সহ প্রমুখ। বিজয় সম্মেলন অনুষ্ঠান থেকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় শান্তিপূর্ণ থাকুন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, কোন অশান্তি তে জড়াবেন না মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নের পাশে থাকবেন। নবনির্বাচিত সাংসদ সুনীল কুমার মন্ডলকে কর্মীরা মালা দিয়ে বরণ করেন। কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।