|
---|
দেবাশীষ পাল, মালদা হবিবপুর: লোকসভা নির্বাচনের আগেই সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মালদার উত্তর কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মু এই বার লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। বিজেপির হয়ে জয়লাভ ও করেন। লোকসভা নির্বাচনে বিজেপি প্রচুর পরিমানে ছড়িয়ে পরে রাজ্যে। বিভিন্ন দিক থেকে যেমন দেশের রাজধানীতে গেরুয়া ঝড়ে মিসে যাচ্ছে সকলে এবার বিভিন্ন পতাকা ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন। এই বিজেপি উত্তর মালদার লোকসভা ও উপনির্বানে বিজেপি দুই প্রার্থী জয়ী হন।
গেরুয়া শিবিরদের জয়ের পর বুধবার প্রায় চারটে নাগাত বিজয়ী মিছিল বের করে। বিজেপি কর্মী সহ উপনির্বাচনের প্রার্থী জয়েল মুর্মূ উওর মালদার প্রার্থী খগেন মূর্মূ দিল্লিতে থাকায় উপস্থিত হতে পারেনি। এই মিছিলে সকলে মেতে উঠেছে ছেলে থেকে মেয়ে গেরুয়া আবিরে। জুয়েল মূমূ বলেন, এই জয় সাধারন মানুষের জয় হবিবপুর বিধানসভার প্রথম কাজ প্রানীয় জলের ব্যবস্থা ও কলেজ, রাস্তা। এই মিছিলে প্রায় চোখে পরার মতো ভিড়ছিল মিছিলে বাজনা থেকে,ঢাক গেরুয়া আবিরে রঙের ভোরে ওঠে সারা রাস্তা।