আহলে সুন্নাতুল জামাত এর উদ্যোগে বিশাল মজলিসে ইফতার

আবু সালেহ মুসা, বারাসাত: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে দত্তপুকুর থানা কমিটির পরিচালনায় ও ইছাপুর অঞ্চলের সংগঠনের সদস্যবৃন্দের উদ্যোগে আজ পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোওয়ার মজলিস অনুষ্ঠিত হয় ও গরীব, অসহায় মানুষদের ঈদবস্ত্র বিতরন করা হয় নারায়নপুর ঈদগাহ ময়দানে। উক্ত মজলিসে সংগঠনের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দীকি ভাইজান বর্তমান দেশ ও রাজ্যের মানুষের উপর যে অত্যাচার হচ্ছে এবং বিশেষ করে মুসলিম, দলিত ও আদীবাসীদের যে ভাবে ষড়যন্ত্র করে পিছিয়ে রেখে তাঁদের স্বাধীনতা হরন করে চলেছে একদল সাম্প্রদায়িক রাজনৈতিক দল তার বিরুদ্ধে সরব হন।

    তিনি বলেন দলিত, আদীবাসি ও মুসলিমসহ পিছিয়ে পড়া সমস্ত নিম্নবর্গের মানুষদের ঐক্যবদ্ধ হয়ে আগামীদিনে সাম্প্রদায়িক রাজনীতির মোকাবিলা করতে হবে এবং সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি দূঃখ প্রকাশ করে বলেন, যে এই বাংলা এক সময় ছিল শান্তি ও সম্প্রীতির পীঠস্থান কিন্তু বর্তমানে কিছু রাজনৈতিক নেতাদের সৌজন্যে বাংলার শিক্ষা , সংষ্কৃতি ও ঐতিহ্য ধ্বংসের মুখে। তিনি সমস্ত ধর্মের মানুষদের উদ্দেশ্য করে বলেন যারা ধর্মকে সামনে রেখে অধর্মের দাস হয়ে সমাজে হিংসা অশান্তির বাতাবরন তৈরি করে সন্ত্রাসকে মদত দিচ্ছে তাঁদের বর্জন করে বাংলার ধর্মনিরপেক্ষতার ও সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে। তিনি আরও বলেন, সংখ্যালঘূ সম্প্রদায় এখনও শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে আছে তাই ফুরফুরা শরীফে ১০০ বিঘা জমির উপর নলেজ সিটি তৈরি করতে চলেছেন যেখানে গরীব, অসহায় পরিবারের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান উপযোগী শিক্ষা প্রদান করা হবে। আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিমে(মাধ্যমিক) প্রথম ও তৃতীয় স্থান অধিকারী আমডাঙা কে. এস. এইচ রাহানা সিনিয়র মাদ্রাসার ছাত্র ওয়াসিম আকরাম ও শাহিম আখতারকে সম্বর্ধনা জানান। এবং উচ্চ শিক্ষার জন্য সার্বিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। সভা শেষে সমগ্র মানবজাতীর কল্যানের জন্য দোওয়া করেন।