|
---|
মুর্শিদাবাদে প্রচুর পরিমাণ গাঁজা সহ গ্রেফতার এক। পাশাপাশি পেট্রোল পাম্পে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই
এস ইসলাম,নতুন গতি, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদে প্রচুর পরিমাণ গাঁজা সহ গ্রেফতার এক। পাশাপাশি পেট্রোল পাম্পে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার দুই। সোমবার মুর্শিদাবাদ পুলিশ সুপার অজিত সিংহ যাদব সাংবাদিক সম্মেলন করে জানান, মুর্শিদাবাদের জেলার বড়ঞা থানা এলাকায় একটি পেট্রল পাম্পের মালিক বাড়ি যাওয়ার সময় তাকে আটকে ধরে দুই ছিনতাইকারী ধৃতদের নাম নুর ইসলাম সেখ ও নাসিরুদ্দিন ইসলাম সেখ। তার কাছ থেকে ছিনতাই করে এক লক্ষ ৯৭ হাজার টাকা। ধৃত যুবকদের আদালতে তোলা হলে সাতদিনের পুলিশি হেফাজত চাওয়া হবে। পাশাপাশি মুর্শিদাবাদের নবগ্রাম থানার সুখির মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর থেকে আনুমানিক ৪০০ কেজি গাঁজা উদ্ধার করে নবগ্রাম থানার পুলিস। গ্রেপ্তার করা হয় রাজস্থানের এক বাসিন্দাকে। ধৃতের নাম ভূপাল সিং। ৪০০ কেজি গাঁজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। ধৃত দুই কেসের তিন জনকেই এদিন কোর্টে তোলা হবে বলে জানান পুলিশ সুপার শ্রী অজিত সিংহ যাদব।