দোলের দিন স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু চার শিশুর

দোলের দিন স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু চার শিশুর

    নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া; দোলের দিন দুপুরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল চার শিশু-কিশোরের। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে। স্থানীয় সূত্রে জানাগেছে,তাহেরপুর থানার খিসমার ঝামাল ডাঙ্গা গ্রামের বাসিন্দা চার শিশু সোমবার দোলখেলা শেষে পুকুরে স্নান করতে গেলে আর বাড়ি ফেরেনি পরে স্থানীয় লোকজন এসে ওই শুকুরের খোঁজাখুঁজি করার পরে তাদেরকে ওই চার জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত শিশুদের নাম১,সানি প্রামাণিক (১৪)২, স্নেহা প্রামানিক (১১), ৩,শুভজিৎ হালদার ( ১৪)৪, রাখি হালদার (৯)। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি বললেন মর্মান্তিক ঘটনা।ওদের বয়স ১৪-থেকে ৯ বছরের মধ্যে দুপুরের আগে রং খেলে ৬ শিশু-কিশোর পাড়া থেকে দূরে মাঠের মধ্যে এক পুকুরে স্নান করতে নামে।তাদের মধ্যে প্রথমে ৪ জন আগে নামে।কিন্তু পুকুরে নামার আগে ওরা জলের গভীরতা বুঝতে পারেনি ।সাঁতারও জানত না।বাকি ২জন দেখে ওরা জলের নীচে তলিয়ে গেছে।তারা পাড়ায গিয়ে খবর দিলে লোকজন এসে তাদের জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। পুরো গ্রাম শোকে পাথর।রানাঘাট মহকুমা ও পুলিশ প্রশাসন তাদের শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ওই ৪শিশু-কিশোরের দেহের ময়না তদন্ত করার ব্যবস্থা করে। বিশেষ করে রানাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ প্রথমে ওই  গ্রামে ও পরে রানাঘাট মহকুমা হাসপাতালে মৃত ৪ শিশু-কিশোরের  পরিবারের পাশে থেকে  চিকিৎসকদের অনুরোধ করেন দ্রুত ময়নাতদন্ত করার। পরে তাদের শেষকৃত্যের ব্যবস্থা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।