|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া: প্রায় হাজার দশেক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিলেন করিমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমলেন্দু সিংহ রায়।প্রার্থীর সঙ্গে ছিলেন করিমপুরের প্রাক্তন বিধায়কা তথা বর্তমান কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র, নদীয়া জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ও কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস-সহ অন্যান্য নেতৃত্ব।আগামী ২৫ নভেম্বর উপনির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে করিমপুরে। মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী বলেন, “সাংসদ মহুয়া মৈত্রের সৌজন্যেই এত মানুষ এ দিনের মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নিয়েছেন। দলের বিধায়ক-মন্ত্রী-নেতৃত্ব ছাড়াও রাজনীতির বাইরেরও বহু মানুষ অংশ নিয়েছেন”। কত ভোটে জিতবেন তিনি?সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমলেন্দুবাবু বলেন,আমরা কমপক্ষে ৩৫ হাজার ভোটের ব্যবধানে জিতব একই ভাবে সাংসদ মহুয়া মৈত্র বলেন সাধারণ মানুষ থেকে দলীয় কর্মী-সমর্থকদের প্রবল আগ্রহ চোখে পড়ছে। এখানে আমাদের জয় নিশ্চিত, আমরা শুধু লক্ষ্য রাখব মার্জিন কতটা বাড়িয়ে নিতে পারি প্রসঙ্গত, করিমপুর কেন্দ্র থেকে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন মহুয়াদেবী। তিনি সিপিএম প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষকে ১৫,৯৮৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে ২০১৯ সালের লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে সংসদে চলে যাওয়ায় বিধায়ক-শূন্য হয়ে পড়ে করিমপুর ভাবে গত লোকসভা ভোটে বিধানসভা-ভিত্তিক ফলাফলে করিমপুরে বিজেপির থেকে ১৪,৩৪০ ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী। এখন দেখার, তার রেশ কতটা ধরে রাখতে পারে রাজ্যের শাসক দল।