|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া : নদীয়ার চাপড়ায় বোমার আঘাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি।পুলিশের প্রাথমিক অনুমান বোমা বাঁধতে গিয়ে এই বিপত্তি।সূত্রে জানা যায় একটি বাঁশ বাগানের মধ্যে বোমা বানাতে গিয়ে বোমার বিস্ফোরণে তার দুটি হাতে বেশ কিছু অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার লক্ষ্মীপুর এলাকায়। আহত ওই ব্যক্তির নাম কুদ্দুস মন্ডল।আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তরিত করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।সামনেই রয়েছে করিমপুর বিধানসভা উপনির্বাচন তার আগে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারনে বোমা বাঁধতে গিয়ে ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।