পরিবর্তন রথযাত্রা কে কেন্দ্র করে কোচবিহারে জোর প্রস্তুতি বিজেপির, দফায় দফায় চলছে মাঠ পরিদর্শন

নতুন গতি ওয়েব ডেস্ক: কোচবিহার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল বিজেপির রথযাত্রা। ফের সেই কোচবিহার কে সামনে রেখেই পরিবর্তন রথ যাত্রার সূচনা করতে চলেছে বিজেপি। আগামী ১১ ই ফেব্রুয়ারি কোচবিহার রাসমেলা ময়দান থেকে মদনমোহন ঠাকুরকে পুজো দিয়ে শুরু হতে চলেছে এই রথযাত্রা। চারদিনের এই রথযাত্রা চলবে কোচবিহার থেকে মাথাভাঙ্গা হয়ে দিনহাটা হয় তুফানগঞ্জ দিয়ে আলিপুরদুয়ার। আসছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    ইতিমধ্যেই এই কর্মসূচিকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সোমবার রাসমেলা ময়দানে উপস্থিত হন রাজ্য সাধারণ সম্পাদক রথীন বসু। কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা রায়ের সাথে তিনি রাস মেলার মাঠ পরিদর্শন করতে পৌঁছান। এই মাঠ থেকে ১১ তারিখ রথ যাত্রা শুরু হবে। যদিও বা এখনো পর্যন্ত অনুমতি নিয়ে কিছুটা জটিলতা রয়েছে তবুও রথযাত্রা নিয়ে নিশ্চিত বিজেপি নেতৃত্ব।

    প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ১২ ই ফেব্রুয়ারি থেকে রাস মেলার মাঠের অনুমতি চেয়েছে রাজবংশী ফিলম সোসাইটি।সেই ক্ষেত্রে ১১ তারিখ খেলার মাঠ কিভাবে পাওয়া যাবে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।