|
---|
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-বিশ্ব জুড়েCOVID-19সংক্রমনের কারণে প্রতিরোধের একমাত্র উপায় হিসেবে কেন্দ্র ও রাজ্য সরকার দেশে ও রাজ্য জুড়ে’লক-ডাউন’ ঘোষণা করেছেন এবং মহামারী আইন কার্যকর করেছেন।
এমত অবস্থায়
আজ “সালবাদরা ট্রাক পরিবহন মালিক ওয়েলফেয়ার সমিতির “পক্ষ থেকে এলাকার আদিবাসী সহ বিভিন্ন সম্প্রদায়ের দুস্থ, অসহায় , অতিদরিদ্র মানুষের মধ্যে চাল, আলু, লবণ, সঃতেল ,সোয়াবিনবড়ি, সাবান পৌঁছে দেওয়া হলো ।এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি জিনিস গুলো পেয়ে এই অসহায় মানুষ গুলোর ম্লান মুখে কিছুটা হলেও হাসি ফুটে ।নাম প্রকাশে অনিচ্ছুক তাঁতবান্ধা গ্রামের মৃত বৈদ্যনাথ ভান্ডারীর স্ত্রী জানান স্বামীর মৃত্যুর পর ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করে কোনো রকম ভাবে দিন কাটছিল, কিন্তু হঠাৎই এই রকম পরিস্থিতিতে কাজ হারিয়ে খুব অভাব বোধ করছি ।জামকাঁদর গ্রামের স্মিত টুডু জানান এই আদিবাসী গ্রামের বেশির ভাগ মানুষ পাথর শ্রমিক, বর্তমানে কাজ হারিয়ে তারা দিশেহারা, এই গ্রামেরই বাসিন্দা অপর একজন সুনীল মাড়িয়ার স্ত্রী পিঙ্কি মাড়িয়া জানান তার স্বামী বাতের রোগের অসুস্থ রুগী, কাজ কর্ম তেমন ভাবে করতে পারে না, এছাড়া তাদের একটা মাস দুয়েক এর বাচ্চা আছে, কোনো করম ভাবে সংসার চলছিল, কিন্তু হঠাৎই কাজ হারিয়ে যাওয়ার ফলে সংসারে অভাব অনটন দেখা দেয়, এই সংকট মুহূর্তে “সালবাদরা ট্রাক পরিবহন মালিক ওয়েলফেয়ার সমিতির “পক্ষ থেকে কিছুটা হলেও সহযোগিতা পেয়ে তারা খুশি হয়েছেন।