ঈদুজ্জোহা উপলক্ষে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের উদ্যোগে এক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, কেশপুর: ০১লা আগস্ট শনিবার মুসলিমদের পবিত্র উৎসব ঈদুজ্জোহা উপলক্ষে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। এদিনের আলোচনা উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের সভাপতি শেখ হাবিবুর রহমান, চিত্ত গড়াই সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। করোনা আবহে স্বাস্থ্যবিধি ও সামাজিক, দৈহিক দূরত্ব বজায় রেখে ছোট ছোট জামাত করে ঈদুজ্জোহার নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন ।কোরবানি কৃত পশুর কোন রকম ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার অনুরোধ জানানো হয়েছে। এটি আইনত দন্ডনীয় অপরাধ।

    m

    কোরবানির পশু নিয়ে যাওয়ার সময় অযথা হৈ-হুল্লোড় না করা, আত্মীয়-পরিজনদের বাড়ি কোরবানির মাংস নিয়ে যাওয়ার সময় সচেতনভাবে শক্তপোক্ত ব্যাগ ব্যবহার করা, প্রকাশ্য স্থানে কোরবানি না করে সদর থেকে একটু আড়ালে কোরবানি করা,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ দায়িত্বে ও নিজ পরিসরে পশু কুরবানী করা, কোরবানির করার পর সেখানকার ময়লা-আবর্জনা একটি নির্দিষ্ট গর্তে মাটি চাপা দিয়ে সেখানে স্যানিটাইজ করার আহবান জানানো হয়েছে কেশপুর ব্লক মাইনরিটি সেলের পক্ষ থেকে। এই মহান উৎসব দেশ ও সমাজে বয়ে নিয়ে আসুক সৌভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি ও সমৃদ্ধির বাতাবরণ। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।