এই জটিল সমস্যার মধ্যেও ক্রমাগত বেড়েই চলেছে রেশন দুর্নীতি ” তাদের বিরুদ্ধে বিক্ষোভ করাই গ্রেফতার প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম সহ বামফ্রন্ট নেতারা

এই জটিল সমস্যার মধ্যেও ক্রমাগত বেড়েই চলেছে রেশন দুর্নীতি ” তাদের বিরুদ্ধে বিক্ষোভ করাই গ্রেফতার প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম সহ বামফ্রন্ট নেতারা

    নতুন গতি, ওয়েবডেস্ক : প্রায় এক মাসের অধিক ধরে সারা দেশ ব্যাপী লকডাউন চলছে যার কারনে সব চাইতে বেশী বিপাকে পড়ে আছে দিন আনা দিন কাটা মানুষেরা, লক্ষ লক্ষ মানুষ আজ না খেয়েই ঘুমাছে প্রতিদিন। হাজার হাজার পরিযায়ী শ্রমিকের তো থাকার জায়গায় জোটেনি। যদিও বাংলার অবস্থা একটু ভালো তার সত্ত্বেও মানুষের তো পেট আছে, খিদে লাগবেই আর বাংলার আছে অসংখ্য অসহায় দরিদ্র মানুষ যারা কাজ না করলে খেতে পাবে না। তাই সেই অসহায় মানুষদের দুঃখ কে দূর করে দেওয়ার প্রধান পদক্ষেপ হলো প্রতিটা অসহায় মানুষের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া। যার মাধ্যম হল রেশন ব্যবস্থা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে সকলকে যথাসাধ্য ভাবে রেশন দেওয়া হবে কিন্তু তিনি যতোটা রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে ততোটা রেশন দেওয়া হচ্ছে না বেশিরভাগ জায়গাতে ফলে দুঃখের সাথে জীবন কাটাচ্ছেন গরিব অসহায় মানুষেরা তাই সেই সমস্ত অসহায় মানুষদের জন্য আজকে রাস্তায় নেমেছিল বামফ্রন্ট নেতারা।

    রাজ্যে এই রেশন দুর্নীতির বিরুদ্ধে আজকে কলকাতায় বিক্ষোভে নামে সি পি আই এম নেতারা। সোস্যাল ডিশটেনস বজায় রেখে বিক্ষোভ করছিলেন এরা কিন্তু বিক্ষোভ যখন কলকাতার মেজর আর্টিকেল রোডে পৌঁছে যায় তখন কলকাতা পুলিশ গ্রেফতার করে প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম কে বিধায়ক সুজন চক্রবর্তী কে সূর্যকান্ত মিশ্র সহ আরো বামফ্রন্ট নেতাদের এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ওনাকেও গ্রেফতার করেন পুলিশ।

    কলকাতা লালবাজার পুলিশ কার্যালয় পক্ষ থেকে জানানো হয় যে রেড রোডে ৫০ জন মিলে একত্রিত হয়ে লকডাউনের নিয়ম ভঙ্গ করেছে যার জন্য গ্রেফতার করা হয়েছে। কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী ভাষণ বেশি দিচ্ছে আর কাজ কম হচ্ছে। কংগ্রেস ও বামেদের এই সমালোচনার জন্য ক্ষিপ্ত হয়ে আছেন মুখ্যমন্ত্রী। নবাননো সূত্রের খবর।