|
---|
নিজস্ব সংবাদদাতা : সারা ভারত জুড়ে ‘স্বচ্ছতা অভিযান’-র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘এক তারিখ, এক ঘণ্টা, একসঙ্গে এই বিশেষ স্বচ্ছতা অভিযানে দেশবাসীকে অংশ নিতে আবেদন করেছেন করেছেন মোদী।সেই আবেদনে সাড়া দিয়ে কলকাতায় হরনাথ স্কুলের পক্ষ থেকে বাগবাজার এর বাজার চত্বরে সহ পার্শ্ববর্তী এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয় এই কর্মসূচী তে তাদের সহযোগী ছিলো We are The Common People ।অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কাজী মাসুম আখতার।