|
---|
সংবাদদাতা : আগামীকাল ২রা অক্টোবর বাপু, মোহন লাল করমচাঁদ গান্ধীর জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদনার্থে আজ ১লা অক্টোবর আমাদের দেশের প্রধানমন্ত্রী সকল কর্মক্ষেত্রের মানুষদের সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত পরিবেশ পরিচ্ছন্নতার যে বার্তা দিয়েছেন তাকে কেন্দ্র করে সাগরদিঘী রেলওয়ে স্টেশন আধিকারিক ও সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে আর সাগরদিঘী স্টেশন চত্বরে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলহাটি আরপিএফ নিরীক্ষক সকলদেব কুমার সহ সাগরদিঘী রেলওয়ে স্টেশনের সকল আধিকারিক ও কর্মচারীবৃন্দ এবং সাগরদিঘী উইনার ওয়েলফেট ট্রাস্ট।