ইমন মাইম সেন্টারের পরিবেশন এবার রাজধানীতে

সুবিদ আলি মোল্লা, নতুন গতি: ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মূকাভিনয় পরিবেশন করে ইতোমধ্যে বেশ সুনাম
অর্জন করেছে মছলন্দপুর ইমন মাইম সেন্টার । এবার তারা মূকাভিনয় পরিবেশন করল রাজধানী দিল্লীর দর্শকদের সামনে। এবারের দুর্গা পূজার ষষ্ঠী থেকে নবমী অর্থাৎ ২০ থেকে ২৩ অক্টোবর ২০২৩ চারদিন ইমনের শিল্পীদের মূকাভিনয় মঞ্চস্থ হল দিল্লী ও দিল্লীর উপকন্ঠে উত্তরপ্রদেশের নয়ডা শহরের চারটি দুর্গাপূজার অনুষ্ঠানে। দুর্গাষষ্ঠী অর্থাৎ ২০ অক্টোবর ইমনের মূকাভিনয় ছিল উত্তরপ্রদেশের নয়ডার উদয়ন পূজা সমিতির পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে। এক ঘণ্টার এই মূক পরিবেশনায় দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমীর সন্ধ্যায মূকাভিনয় ছিল দিল্লীর বিবেকানন্দ বিহারের সর্বজনীন দুর্গোৎসব সমিতির অনুষ্ঠানে। এদিন অনুষ্ঠান শেষে দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসায় ভাসেন ইমনের শিল্পীরা। দুর্গাষ্টমীর সন্ধ্যায় অর্থাৎ ২২ অক্টোবর ইমন মূকাভিনয় পরিবেশন করল দিল্লীর ময়ূর বিহারের অন্তরঙ্গ-র দুর্গোৎসবে। পরের দিন দুর্গানবমী অর্থাৎ ২৩ অক্টোবর দিল্লীর প্রতাপগঞ্জ এর ইন্দ্রপ্রস্থ মাতৃ মন্দির নির্মাণ সমিতির দুর্গোৎসবে মূকাভিনয় পরিবেশিত হয় । আয়োজকদের পক্ষ থেকে এই দুর্গাপূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত সবচেয়ে মনোগ্রাহী অনুষ্ঠান হিসাবে ঘোষণা করেন। মূকাভিনয়ে অংশগ্রহণ করেন সোমা হাওলাদার, সৃজা হাওলাদার, বিষ্ণু রায়, জয়কৃষ্ণ ঘোষ, সায়ন প্রামাণিক, অনুপ মল্লিক, দীপ মন্ডল ও জয়ন্ত সাহা প্রমুখ ইমনের বন্ধুরা এবং পরিচালক হিসাবে ইমনের কর্ণধার ধীরাজ হাওলাদার অংশগ্রহণ করেন। সমগ্র সফরের তক্তাবধায়ক ছিলেন শ্রী মলয় দত্ত।