আবারও শিরোনামে উল্টোডাঙ্গা উড়ালপুল।

নতুন গতি নিউজ ডেস্ক : আবারও শিরোনামে উল্টোডাঙ্গা উড়ালপুল। মঙ্গলবার পরীক্ষার সময় হঠাতই উড়ালপুলের পিয়ার ক্যাপে বড়সড় ফাটল ধরা পড়ে। তারপরই বন্ধ করে দেওয়া হয় উড়ালপুলের ওপর দিয়ে যান চলাচল।

    কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, এর আগে ওই উড়ালপুল ভেঙে পড়ার পর যে যে অংশে মেরামতি করা হয়েছিল, তারই মধ্যে একাংশে ধরা পড়েছে ফাটল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাতেও বসেছেন কেএমডিএ-র কর্তারা।

    উল্লেখ্য, ২০১৩ সালের ৩ মার্চ ভোর সাড়ে চারটে নাগাদ, উল্টোডাঙ্গা উড়ালপুলের ভিআইপি রোড থেকে বাইপাস যাবার পথের একটি অংশ ভেঙে পড়েছিল। দুর্ঘটনায় একটি ট্রাক কেষ্টপুর খালে পড়ে যায়, ঘটনায় আহত হয়েছিলেন তিনজন।