|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : বিমানবন্দরে বাড়তি ব্যাগেজ ভাড়া না দেওয়ার জন্য সাতটি ড্রেস ও দুটি শর্টস পরেছিলেন ম্যানচেস্টারের ৩০ বছরের নাতালি ওয়েইনকে।
এবারের ঘটনা সেই নাতালির কাণ্ডকেও হার মানিয়েছে। গ্লাসগোতে জন ইরভাইন নামে এক ব্যক্তি বিমানে ওঠার আগে ব্যাগেজের জন্য বাড়তি ভাড়া না গুনতে ১৫টি পোশাক একসঙ্গে পরে ফেলেছেন।
তাঁর টিকিট কাটা ছিল ইজিজেট এয়ারপ্লেনে। ফ্রান্সের নিস বিমানবন্দরে জন ও তাঁর পরিবার পৌঁছনোর পর তাঁদের কর্তৃপক্ষ থেকে জানানো হয় তাঁদের লাগেজ অত্যন্ত ভারী। তাঁরা নিস থেকে এডিনবার্গ যাচ্ছিলেন। আট কিলোর বেশি ভারী ব্যাগেজের জন্য তাঁদের বাড়তি ভাড়া দিতে বলা হয়। কিন্তু সেই টাকা বাঁচাতে ব্যাগ খুলে একের পর এক পোশাক পরে ফেলতে শুরু করেন জন।
জনের পরিবারের লোকেরা সেই ভিডিয়ো তুলে রাখে। নিজের ট্যুইটারে নিজেই সেই ভিডিয়ো শেয়ার করেছেন জন। আর সেই ভিডিয়ো নেটপাড়ায় একেবারে ঝড় তুলে দিয়েছে। জন নিজেই ভিডিয়োতে জানিয়েছেন, তাঁর অসম্ভব গরম লাগছিল অতগুলি পোশাক পরে।