|
---|
আজিম শেখ, রামপুরহাট, বীরভূম: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নির্মাণের বাড়ি নিম্নমানের, অল্প বৃষ্টিতেই ছাদ থেকে পড়ছে জল, ঠিকাদাররা বাড়ি তৈরির আগেই চেকে সই করে নিচ্ছে উপভোক্তাদের কাছে, এমনই অভিযোগে রামপুরহাট পুরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালো ওয়ার্ডের বাসিন্দারা।
সারা রাজ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরীর জন্য কাটমানি খাওয়া নিয়ে যখন উত্তাল, তখন রামপুরহাট শহরে নিম্ন মানের বাড়ি তৈরী নিয়ে ঠিকাদারদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিপাকে ফেললো তৃণমূল পরিচালিত পুরসভাকে।
যদিও ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর সাগরিকা মাল জানান, “ওয়ার্ডের বাসিন্দারা আমার কাছে বাড়ির অভিযোগ নিয়ে এসেছিলো, আমি লিখিত ভাবে পুরপতিকে অভিযোগ জানাতে বলছি। কাটমানির কোন দাবি করে নি।”
ওয়ার্ডের বাসিন্দা বিমান মন্ডল জানান, “সদ্য ১৫ দিন আগে তৈরী হওয়া বাড়িতে একটু বৃষ্টি হলেই ছাদ থেকে জল পড়ছে। বাড়ি তৈরীর আগেই ঠিকাদার এসে ১২ টি চেকে সই করিয়ে নিচ্ছে। বলছে চেকে সই না করলে কাজ করবো না। কখন কি ভাবে টাকা তুলে নিচ্ছে বুঝতে পারছি না। ৩৬৭ হাজার টাকার বাড়ি ৩ দিনে বৃষ্টিতেই জল চুয়ে পড়ছে।”