দেওয়ান আব্দুল গণি কলেজের এনসিসি শাখার পরিচালনায় স্বচ্ছ পকয়োডা নামক সচেতনতামূলক আলোচনা

নাজমুস, হরিশ্চন্দ্রপুর: দেওয়ান আব্দুল গণি কলেজের এনসিসি শাখার পরিচালনায় আজ হরিরামপুর কলেজ থেকে হসপিটাল পর্যন্ত স্বচ্ছ পকয়োডা নামক সচেতনতামূলক আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচনার সভার মূল উদ্দেশ্য ছিল পরিষ্কার- পরিচ্ছন্নতা ও পরিবেশের সুস্থতা বজায় রাখা। অনুষ্ঠানের উদ্বোধন করেন দেওয়ান আব্দুল গনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহির আলী মিঞা এবং পরিবেশের সুস্থতা ও স্বচ্ছতা বিষয়ে বক্তব্য রাখেন এনসিসি শাখার দায়িত্বপ্রাপ্ত অফিসার ডঃ মুহাম্মদ ইসমাইল। আলোচনা শেষে এনসিসি ক্যাডেটগণ (ছেলেমেয়েরা) কলেজ থেকে সচেতনতা র‍্যালি বের করেন। পাশাপাশি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করে কলেজ থেকে বাস স্ট্যান্ড হয়ে হসপিটাল পর্যন্ত রাস্তার দুই ধারে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন। হসপিটালে প্লাস্টিক ও নানা আবর্জনা পরিষ্কার করেন। রাস্তার দুইধারে বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং প্লাস্টিক ব্যবহারের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করার অনুরোধ করেন। বিভিন্ন পথচারী যত্রতত্র প্লাস্টিক না ফেলে তার জন্য অনুরোধ করেন। আজকের সচেতনতা শিবিরে ১০৫ জন এনসিসি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এবং কলেজের শিক্ষা বিভাগের অধ্যাপিকা রিম্পা সাহা, ইংরেজি বিভাগের অধ্যাপিকা শতরূপা সিংহ রায় ও শর্মিষ্ঠা বানার্জী উপস্হিত ছিলেন। সচেতনতা শিবির শেষে অধ্যাপক মুহাম্মদ ইসমাইল শিবিরের ফলে বহু মানুষ সচেতন হবে বলে আশা প্রকাশ করেন।