নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দ এর প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি: পবিত্র সংবিধান ও তা প্রদত্ত মৌলিক অধিকার বিরোধী যে নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্র সরকার উপস্থাপন করেছে জমিয়তে উলামায়ে হিন্দ তার জোরালোভাবে প্রতিবাদ জানায়।এই মর্মে কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে হিন্দের মহাসচিব জনাব মাওলানা মাহমুদ মাদানী সাহেব প্রতিটি রাজ‍্য,জেলাও শাখা সংগঠনকে এই মর্মে নির্দেশ দিয়েছেন যে, আগামী১৩ই ডিসেম্বর, শুক্রবার ভারতবর্ষজুড়ে শান্তি পূর্ণ প্রতিবাদ দিবস পালন করা হোক।এই প্রতিবাদ দিবসে আলোচনা ও বক্তব্য সবকিছু শাস্তি পূর্ণ ভাবে হবে।পশ্চিমবাংলায় জমিয়তে উলামায়ে হিন্দের বলিষ্ঠ সংগঠনের জেলা ও শাখা সংগঠনের সর্বস্তরের পদাধিকারীদের প্রতি রাজ‍্য জমিয়তের সভাপতি জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব নির্দেশ দিয়েছেন যে,গুরুত্ব সহকারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হোক।কোনো ভাবে যেন প্ররোচিত না হয় সেদিকেও নজর রাখতে হবে। ইতিমধ্যে জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আইনি লড়াইয়ে প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এবিষয়ে কলকাতায় ও বড় মাপের সমাবেশ করার পরিকল্পনা রাজ‍্য জমিয়তে উলামায়ে হিন্দের রয়েছে।