ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের জে বি পুর থানা সমাবেশে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন পীরজাদা আব্বাস সিদ্দিকী

আবু সালেহ মুসা, বারাসাত: হাওড়া জগৎবল্লভপুর থানা এলাকার চাঁদনী ঘোড়াদহ মোড়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের স্থানীয় থানা কমিটির সংগঠনের উদ্যোগে একটি কর্মী সন্মেলন থেকে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন পীরজাদা আব্বাস সিদ্দিকী আলকুরাইশী সাহেব। তিনি বলেন, দেশপ্রেমের নামে মানুষের অধিকার হরণের এক গভীর ষড়যন্ত্র চলছে দেশজুড়ে। এই প্রয়াস না রুখতে পারলে, আগামী দিনে দেশ গভীর সংকটে পড়বে।তাঁর মধ্যে ধর্মের দোহাই দিয়ে একদল ভন্ড ধার্মিক দেশকে অস্থিরতা দিকে ঠেলে দিচ্ছে। যেভাবে ধর্মের নামে এদেশে হিন্দু – মুসলিম বিভেদ সৃষ্টি করে শাসন ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক রণকৌশল চলছে, তাতে উদ্যেগ প্রকাশ করেন তিনি। এরাজ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টির বিরুদ্ধে পথে নামার আহ্বান জানান জনতার কাছে। এদিন ফুরফুরা উন্নয়ন পর্ষদের উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি পর্ষদের হিসাব চান। আগামী দিনে হুগলি মাদ্রাসা খোলার দাবিতে, ওয়াকফ সম্পত্তির হিসাব নিতে বড় ধরনের রাজনৈতিক আন্দোলনে নামার ঘোষনা দেন তিনি। আগামী ২১ শে অগ্রহায়ণ পীর আবুবকর নলেজ সিটির ভিত্তি স্থাপন করার ঘোষনা দেন। এদিনের সমাবেশে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সামসুর আলি মল্লিক, আইনজীবী কাজি মিরাজ হোসেন, সংগঠনের হাওড়া জেলা সম্পাদক হাজী ইব্রাহিম সাহেব, উলুবেড়িয়া মহকুমা সম্পাদক ডাক্তার আফতাবউদ্দিন, থানা কমিটির আহ্বায়ক সেখ ফরিদ, নূরদ্দিন সহ থানা কমিটির নেতৃত্ববৃন্দরা।