|
---|
নিজস্ব প্রতিনিধি : ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির অঙ্গ হিসাবে আজ সূচনা হল কলকাতা ট্র্যাফিক পুলিশ আয়োজিত ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। পথ-সচেতনতা বাড়াতে সারা বছর ধরেই নানা পরিকল্পনার রূপায়ণ করে থাকে বিভিন্ন ট্র্যাফিক গার্ড। আগামী এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ গুরুত্ব দিয়ে রূপায়িত হবে পথ-নিরাপত্তা বিষয়ক নানান কর্মসূচি।
আজ পুলিশ ট্রেনিং স্কুলে পথ নিরাপত্তা সপ্তাহের কর্মসূচির উদ্বোধন করলেন কলকাতার মাননীয় নগরপাল শ্রী অনুজ শর্মা। দুটি পথ-সচেতনতার বার্তাবাহী ট্যাবলোর যাত্রা শুরু হল, যা আগামী এক সপ্তাহ ধরে ঘুরবে শহরের এ মাথা থেকে ও মাথা।
আজকের অনুষ্ঠানকে একটা অন্য মাত্রা দিল তাদের সঙ্গে এমন ২৫ জন বাইক আরোহীর শরিক হওয়া, যাঁদের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে মামলা রুজু হয়েছে হেলমেট না পরে বাইক চালানোর দায়ে। মামলা করার পাশাপাশি আমরা নিয়মিত কাউন্সেলিং-এর ব্যবস্থাও করি নিয়ম ভঙ্গকারীদের। পথের নিয়ম ভেঙে যাঁদের বিরুদ্ধে কেস হয়েছে এবং যাঁরা ফের কখনও নিয়ম না ভাঙার অঙ্গীকার করেছেন,তাঁদের মধ্যে ২৫ জন আজ পুরোদস্তুর হেলমেট পরে সার্জেন্টদের সঙ্গে অংশ নিলেন পথ-নিরাপত্তার বার্তা নিয়ে যাত্রায়।